গোয়াইনঘাটে নন্দিরগাঁও আঞ্চলিক শাখা তালামীযের ঈদ পুনর্মিসম্পন্নলনী অনুষ্ঠান
মুহাম্মাদ মামুনুর রশীদ গোয়াইনঘাট প্রতিনিধিঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার গোয়াইনঘাট উপজেলাধীন নন্দিরগাঁও আঞ্চলিক শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজ ১৬ই মে রোজ রবিবার বিকেলে নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়।শাখা সভাপতি মোঃইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মামুনুর রশীদের সঞ্চালনায় শাখার সহ সাধারণ সম্পাদক শেখ উদ্দিনের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ক্বারি শরিফ উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, তালামীযে ইসলামিয়ার কর্মীবৃন্দ তাদের আদাব,আখলাকের দ্বারা ছাত্র সমাজের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বিদা ছড়িয়ে দিতে হবে।তালামীযের প্রত্যেক কর্মী ও সদস্য একেকটি শিকারী পাখির ন্যায় হতে হবে।পাশাপাশি মুসলমানদের প্রথম ক্বিবলাহ বায়তুল মুকাদ্দাসে নামাজরত অবস্থায় মুসলমানদের উপর এহেন অমানবিক নির্যাতনের জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে কাফেরদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।এরকম অমানবিক কাজের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ।এসময় বক্তব্য প্রদান করেন উপজেলা তালামীযের প্রচার সম্পাদক ক্বারি দিলোয়ার হুসেন। তিনি তার বক্তব্যে বলেন, তালামীযে ইসলামিয়ার কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে আমাদেরকে সুচারু ভূমিকা পালন করতে হবে।এতে বক্তব্য প্রদান করেন শাখার সহ সভাপতি জুনেদ আহমদ, জুয়েল আহমদ মুমিন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার অন্যতম কর্মী তোফায়েল আহমদ ইমন,ইকবাল হুসেন,সুমন আহমদ, মিসবাহ উদ্দিন, আতিকুর রহমান প্রমুখ।