ঢাকা,৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সিএনজি এবং কারের সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটনায় ৬ জন গুরুতর আহত এবং ১ জন নিহত

received_481554262899721.jpeg

মুহাম্মাদ মামুনুর রশীদ গোয়াইনঘাট প্রতিনিধিঃ
গোয়াইনঘাট উপজেলআধীন সালুটিকর গোয়াইনঘাট টু হাদারপার সড়কের খলামাধব গ্রাম নামক স্হানে সিএনজি এবং কারের সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। এতে ৬ জন গুরুতর আহত এবং ১ জন ঘটনাস্থলেই নিহত! ৩ জনের অবস্হা আশংক জনক। নিহতের নাম ইমাম উদ্দীম (২৫) দুইশিশুসহ সকলেই একই পরিবারের।

জানা যায়, রবিবার ১৬ মে সকাল সাড়ে ১১ টায় দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন-মকরম আলী (৫৫) তাহার স্ত্রী হামিদা(৪৫) ছেলে নিজাম উদ্দিন (২৪) মেয়ে ফাতেমা(১৪) ফাতেহা (৮)। নিহত ও আহতরা সকলেই একই পরিবারের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের হোড়ারপার গ্রামের বাসিন্দা বলে জানা যায়। তারা তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার তাহমিলুর রহমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি থানায় আটক করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top