মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মুড়াউল আইডিয়াল ইয়ূথ সোসাইটির ২৪ তম বার্ষিক নির্বাচন ও ঈদ পূর্ণমিনী অনুষ্ঠান সম্পন্ন। আজ ১৭মে ২০২১ইং সোমবার মুড়াউল আইডিয়াল ইয়ূথ সোসাইটির ২০২১-২০২২ সালের বার্ষিক নির্বাচন ও কার্যকরী পরিষদ গঠন করা হয়।
কার্যকরী কমিটির : সভাপতি – মোঃ নাসির উদ্দিন ,সহ সভাপতি – শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক – টিপু দেব নাথ, সাংগঠনিক সম্পাদক আজিম মোহাম্মদ ,অর্থ সম্পাদক – ডাঃ জামিল উদ্দিন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক সাজেদুর রহমান জুনেদ,সমাজ কল্যাণ সম্পাদক – ছয়েফ আহমদ, অফিস ও পাঠাগার সম্পাদক – তানভীর আহমদ রাব্বি, প্রচার সম্পাদক সুলতান হোসেন রাজন, আই.টি. বিষয়ক সম্পাদক আবেদীন নাসির, সহকারী আই.টি. বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর মুহিত সুবেল, সদস্য -হিফজুর রহমান হারুন, সদস্য – আক্তার হুসেন
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব শাহাব উদ্দিন সাহেব।
নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, আজীবন উপদেষ্টা ও বর্তমান উপদেষ্টা মন্ডলীয় কমিটির সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসনে শামীম (মাষ্টার), আজীবন উপদেষ্টা ও বর্তমান উপদেষ্টা মন্ডলীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন (মাষ্টার), আজীবন উপদেষ্টা মোঃআবুল হোসেন,আজীবন উপদেষ্টা মোঃশামীম আহমদ,আজীবন উপদেষ্টা আনোয়ার হোসেন রওশন।