ঢাকা,২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মাঞ্চুরিয়ার গ্রুপের চেয়ারম্যান ডাঃ রিফা করোনামুক্ত : হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

20210520_150022.jpg


করোনা যুদ্ধে জয়ী হলেন স্বনামধন্য চিকিৎসক, মাঞ্চুরিয়ার গ্রুপের চেয়ারম্যান, মিয়া ফাজিল চিশত জামে মসজিদের মোতাওয়াল্লী বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের প্রেসিডেন্ট, সিলেট সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক, ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা। করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন ডাঃ রিফা। বিষয়টি নিজেই নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের ডাঃ রিফা জানান, ‘আমি বাড়ি ফিরলাম। এখন সুস্থতা বোধ করছি। ভালো আছি।


চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিন বাড়িতে নিভৃতবাসে থাকবেন ডাঃ রিফা।


ডাঃ রিফা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি অসুস্থ থাকা অবস্থায় কঠিন পরিস্থিতিতে যারা আমার খোঁজখবর নিয়েছেন, তাদের ভালবাসা, দোয়া ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ।


এপ্রিলের শেষ দিকে এই চিকিৎসকের করোনার রিপোর্ট পজিটিভ এলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় যাওয়ার পর  স্ত্রী ডাঃ নাসরিন সুলতানা কাশপী করোনায় আক্রান্ত হন। তবে এখনও সুস্থ হননি স্ত্রী ডাঃ নাসরিন সুলতানা কাশপী। তিনি এখনো এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top