কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জে বাড়ির পাশের একটি ডোবার পানিতে ডুবে রবিউল হাসান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। রবিউল ওই গ্রামের কৃষক মানিক মিয়ার ছেলে।
নিহত শিশুর চাচাত ভাই জাহাঙ্গীর আলম রোকন জানান, দুপুর ১২ টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না রবিউলকে। বিকেল ৩ টার দিকে বাড়ির পাশের ছোট একটি ডোবায় তার লাশ ভেসে ওঠে। পরে পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এদিকে, গতকাল বৃহস্পতিবার বিকেলে পানিতে ডুবে সাইফ আহমদ নামে ১৬ মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি গ্রামের তোফায়েল আহমদ আবুর ছেলে।
মারা যাওয়া শিশুর চাচা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন জানান, শিশুটি তার নানার বাড়ি ছাতকের বনগাঁও গ্রামে মায়ের সাথে বেড়াতে গিয়েছিল। বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল শিশুটি। হঠাৎ পুকুরে পড়ে গিয়ে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।