এসএসসি ১১ ও এইচএসসি ১৩ সিলেট বিভাগের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান সম্পন্ন
গত ২১ মে শুক্রবারে সিলেট প্রাকৃতিক লীলাভুমি খ্যাত পুণ্যভুমি লাক্কাতুরা চা বাগানে এসএসসি ১১ ও এইচএসসি ১৩ সিলেট ডিভিশন আয়োজনে অনুষ্ঠিত হল ঈদ পুর্নমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্টান সার্বিক পরিচালনায় ছিলেন এসএসসি ১১ও এইচএসসি ১৩ ব্যাচের এনামুল ইসলাম তালুকদার, নাসরুআহমেদ, জুবেল আহমেদ, একরাম,সুনাম, সবুজ,ও মেহেদী। শুরুতেই কুরআন তেলাওয়াত করেন- আবিদ বিন সফর ও গীতা পাঠ করেন তপন।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন – এনামুল ইসলাম তালুকদার,তাপস,একরাম,,মাহমুদ রাফি, আতিক,প্রমুখ।
এছাড়াও উপস্হিত ছিলেন -আতিকুর রহমান,নাদিম,জাবের আলম,আব্দুল বাছিত,শাহান আহমদ,সাজেল মামুন,শামীমা ইসলাম সীমা,আয়েশা,আনহা সবুর,জুবেল আহমদ,দুলন মিয়া,মামুন,ইব্রাহিম আলী, ইমরনি,আতিক,কাওসার, বশির, তাপস, মারুফ, আবির ,,আবুল বাসার, তাওহিদ, মাহবুব, সরোয়ার,ঈসমাইল,সুমন,রুবেল,নিসু,মাসুদজুনেদ,,একরাম,মোতালিব,সুমন,প্রমুখ।
শিল্পী ওমরের পরিবেশনায় গানের আড্ডায় সবাইকে মাতিয়ে তুলেন। খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।