ঢাকা,২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সুমন একাদশ চ‍্যাম্পিয়ান ও রুবেল একাদশ রানারআপ

Polish_20210525_103358348.jpg

সিলেট দিগন্ত ডেস্ক : খায়ের গাঁও কেরামত আলী ক্লাব কোম্পানীগঞ্জ কর্তৃক আয়োজিত ২০২১ ইং এর ফুটবল টুনাম‍্যান্ট এর ফাইনাল ম্যাচ সম্পন্ন। গতকাল ২৪মে ২০২১ ইং রবিবার বিকাল ০৩:০০ ঘটিকার সময় খায়ের গাঁও ফুটবল খেলার মাঠে খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খায়ের গাঁও কেরামত আলী ক্লাব এর সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক আবু সালাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জের কৃতি সন্তান  বিশিষ্ট সমাজসেবক ও ২নং ইসলাম পুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ আলমগীর আলম

প্রধান বক্তব্য হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব‍্যবসায়ী শরিয়ত উল্লাহ বেপারী , সাবেক ফুটবলার ও তরুণ সমাজ সেবক ইব্রাহিম আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী আজম, তরুণ সমাজ সেবক মোহাম্মদ কাজল মিয়া,
আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াজুল ইসলাম, রফিকুল ইসলাম, মাসুক মিয়া, আমির হোসেন, আব্দুস সাত্তার, মোহাম্মদ দুলাল মিয়া, মোহাম্মদ আব্দুল হক মিয়া, কাজল মিয়া, সাহাব উদ্দিন, আলী হোসেন, হান্নান মিয়া, রিয়াজুল হক প্রমূখ।

বিজয়ী দলের খেলোয়ার হলেন ১/মোঃ সুমন আহমেদ। অধিনায়ক ২/ আব্দুল্লাহ। সহ অধিনায়ক৩/মোঃরুবেল আহমেদ ৪/মোঃহৃদয় আহমেদ ৫/মোঃশাহিদুল ইসলাম ৬/মোঃশরিফ আহমেদ ৭/ মোঃ তোফাজ্জল হুসাইন ৮/ মোঃরুমান আহমেদ ৯/ মোঃজাকারিয়া আহমেদ ১০/ মোঃ রাজিব হোসেন ১১/ মোঃজীবন আহমেদ ১২/মোঃ শাকিল লাল১৩/ মোঃ পারবেজ১৪/মোঃ উজ্জ্বল ১৫/ মোঃ আব্দুল্লাহ ২।

খেলা শেষে অতিথি বৃন্দ চ‍্যাম্পিয়ান দল সুমন একাদশ ও রানার আপ রুবেল একাদশের হাতে ট্রফি তুলে দেন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আলাল উদ্দিন আবু মিয়া। ধারাভাষ‍্যকার ছিলেন শামিউল বাসির।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top