ঢাকা,৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রবাসী জামিল আহমদ তাপাদের মৃত্যুতে দেলওয়ার চৌধুরীর শোক

IMG-20210526-WA0017.jpg

প্রবাসী জামিল আহমদ তাপাদের মৃত্যুতে দেলওয়ার চৌধুরীর শোক!!!
—————————————-
জকিগঞ্জ উপজেলার ৭নং বারোঠাকুরী ইউনিয়ন ১নং ওয়ার্ড দরিয়াপুর গ্রামের সাবেক ছাত্রদল নেতা প্রবাসী জামিল আহমদ তাপাদার সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন,এই অনাকাঙ্খিত মৃত্যুতে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন চৌধুরী শোক প্রকাশ করেছেন______।
৭নং বারোঠাকুরী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমদ তাপাদারের চাচাতো ভাই, সাবেক ছাত্রদল নেতা জামিল আহমদ সদা হাসোজ্জল ব্যাক্তি ছিলেন, তিনি একজন ভালো ফুটবলারও ছিলেন,দেলওযার চৌধুরী বলেন ছোট দু’একটা টুর্নামেন্টে গোল রক্ষক হিসেবে আমিও খেলেছি উনার সাথে।কাবাডি খেলায় ও পারদর্শী ছিলেন। “কুল্লু নাফছিন যা’ইকাতুল মাওত” প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সত্য কিন্তু এধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নিতে কষ্ট হয়। কিছু দিন পূর্বে উনার পিতা পরলোকে গমন করেন। মত্যুর সংবাদ পেয়ে দেশ-বিদেশের অসংখ্য মানুষে শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে,আল্লাহ উনাকে জান্নাত কামনা করেন। পরিবারের সবাইকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দান করুক। আমিন।
দেশ-বিদেশের সবাইকে হেফাজতে রাখুন এই কামনা আল্লাহর কাছে।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top