সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আফজাল আলীর পিতা, সিলাম বিরাহিমপুর মোকামবাড়ি নিবাসী, প্রবীন মুরব্বী ইসকন্দর আলী (৯০) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।
তিনি এক শোকবাতায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, ২৭ মে বৃহস্পতিবার বেলা ১১টায় ইসকন্দর আলী ইন্তেকাল করেন। তিনি ৬ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে ৫টায় কলাবাগান নবারুণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
যুবদল নেতা আফজালের পিতার মৃত্যুতে ব্যারিস্টার সালামের শোক
