দ্বীন ইসলাম আদনান সিলেট দিগন্ত প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব ১৭) ফুটবল টুর্ণামেন্টে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ দলে খায়ের গাঁও ভাই ভাই ফুটবল একাদশের তিন তারকা।
মোঃ সুজন আল হাসান ডিফেন্ডার, মোঃ সুহরাব হুসাইন স্ট্রাইকার, মোঃ রাশেদুল ইসলাম মিডফিল্ডার। বাচাই পর্বে স্থান পাওয়া তিন জনকে অভিনন্দন জানিয়েছেন খায়ের গাঁও ভাই ভাই ফুটবল একাদশ।