বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক সারাদেশে ৫ দিনের কর্মসূচী ঘোষণা করা হয়। আজ শনিবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে সারা দেশে ৪০ লক্ষ জিয়া ট্টি তথা নিম গাছ সহ বিভিন্ন ফলজ ও ভেষজ গাছ রোপন কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ছাত্রদলের সহ-কৃষি ও গবেষণা সম্পাদক আব্দুস সালাম জুনেদ এর উদ্দ্যোগে শনিবার সকালে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিয়া ট্টি তথা নিম গাছ আনুষ্ঠানিক ভাবে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে গাছ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রাজন খান, আশরাফুল ইসলাম রহমত, জাকির আহমদ, আব্দুল্লাহ আল-মামুন, কাওছার আহমদ, সামির আলী প্রমুখ।