বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া শাখার ২০২১-২২ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ৪ জুন, শুক্রবার, রাত ৯টায় ভার্চুয়াল কাউন্সিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে ও সাইফুল্লাহ বিন নামর এর সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে যুক্ত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ ও সহ-সভাপতি হুমায়ূনুর রহমান লেখন। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মহসিন ও মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রভাষক মাওলানা মো. মুহিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে যুক্ত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক মাসরুর হাসান জাফরী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ নূর হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমাদ রায়হান ফারহী, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ আহমদ, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, সদস্য মাহফুজুর রহমান, মুহাম্মদ ছায়েম হোসাইন, কাওছার হামিদ সাজু ও শোয়েব আহমদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সাইফুল্লাহ বিন নামরকে সভাপতি, সাদিক আহমদকে সাধারণ সম্পাদক ও বুরহান আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ-সভাপতি মোবারক করিম জওহর, আবুল ওয়াফা গিলমান, সহ-সাধারণ সম্পাদক আবু সালেহ রায়হান, সহ- সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সালমান আহমদ, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, অফিস সম্পাদক জাহিদ হাসান, প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী, সহ-প্রশিক্ষণ সম্পাদক কাজী আবরার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী আহবাব, সদস্য মুহিবুর রহমান ছালিক, মোঃ আবু সাইদ, রায়হান আলী।