ডিস্ট্রিক্ট গ্রান্ট ও রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটান এর যৌথ অর্থায়নে একজন শারীরিক প্রতিবন্ধীর মাঝে ৮৩০ স্কয়ার ফিট্ এর ঘর (২বেড,১টি কিচেন,ও ১টি ল্যাট্রিন) তৈরি করে হস্তান্তর করা হয়েছে। আজ ১৫জুন ২০২১ইং তারিখে এই ঘর হস্তান্তর করা হয়।
এই ঘর হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি শহীদ আহমেদ চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি রেজাউল করিম জুবায়ের ও পিয়াইন জুন কো-অর্ডিনেটর পিপি কপিল উদ্দিন বাবলু।