শুক্রবার দুপুর সাড়ে ১২টায় সরু এক গলি দিয়ে রংপুর মহানগরীর মাস্টার পাড়ার বাড়িতে হাজির হয়েছেন ৮দিন ধরে নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। এ সময় তার পরনে ছিল আকাশী রঙের গেঞ্জি, পায়জামা আর মুখে ছিল মাস্ক। কিন্তু ত্ব-হা সে সময় কোনো কথা বলেননি। মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলেন। খোকন নামের একজন প্রত্যক্ষদর্শী খবরটি নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে তার সাথে কথা বলা সম্ভব হয়নি। এই রিপোর্ট লেখার সময় আদনানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
গত ৮ জুন থেকে ত্ব-হাসহ চারজন নিখোঁজ হন। কোথা থেকে কীভাবে নিখোঁজ হন এমন তথ্য দিতে পারছিল না আইনশৃঙ্খলা বাহিনীও।
অনেকে অভিযোগ তুলছিল, সমসাময়িক অন্যান্য ইস্যুতে আন্তরিকতা দেখালেও ত্ব-হার নিখোঁজের বিষয়ে তেমন কোনো তৎপরতা দেখাচ্ছে না সরকার। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সমালোচনা হচ্ছিল।