ঢাকা,৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিবের নৌকার সমর্থনে সিলেট জেলা ও ৩ উপজেলা শ্রমিকলীগের সভা

received_550675769292811.jpeg

জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা জেলা শাখার উদ্যোগে সিলেট-৩ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থনে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ জুন রোববার সন্ধ্যায় দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি অজিজুর রহমানের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামিম রশিদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে রাখেন যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, বালাগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আহাদ মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর মতিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদ মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ ছালেক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি ইসহাক আলী, সহ-সভাপতি খোকন মিয়া, সহ-সভাপতি সিরাজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজা আহমদ রাজা, প্রচার সম্পাদক রুমেল আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন, অর্থ সম্পাদক রাজু আহমদ, শ্রমিক নেতা জামাল হোসেন, আব্দুল মতিন, দারা মিয়া, এপ্রিল আলী, আব্দুল্লাহ মিয়া, আব্দুল হোসেনসহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা শ্রমিকলীগের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিলেট-৩ আসনে উপনির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দেয়া আমানত, এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নৌকা মার্কার বিজয়ী নিশ্চিত করতে দলমতের উর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
বক্তারা বলেন, সিলেট-৩ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করতে শ্রমিকলীগের প্রত্যেক নেতাকর্মীকে মাঠে ময়দানে থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভায় সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ এর মাতা জেবুন্নেছা জায়গীরদারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top