সিলেটের “ভিজুয়াল মিডিয়ার” কর্মীদের ডিনার ও আনন্দ উৎযাপন সম্পন্ন । গতকাল ২৮ জুন ২০২১ সোমবার ভিজুয়াল মিডিয়ার সবাই এক সাথে সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্ট বসে কিছু সময় সুখ-দুঃখের কথা আলোচনার মাধ্যমে একে অপরের সাথে ভাগাভাগি করেন।
উক্ত ডিনার ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দবিরুজ্জামান দিপু, জামাল উদ্দিন আহমদ, সাহেদ মোশাররফ, রাসেল হামিদ, কামরুল চৌধুরী, ইমন,বিশ্বজিৎ সরকার,সোলেমান হোসেন চুন্নু, সুমন রায়,শামীম আহমদ বাদশা, সাগর,সোহেল আহমদ, কামরান তালুকদার ও কামাল আহমেদ দূর্জয়। এছাড়া আরও উপস্হিত ছিলেন ভিজুয়াল নাটকের নেতৃবৃন্দ।
উক্ত ডিনার ও আলোচনা সভায় বক্তারা বলেন সিলেটের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে ভিজুয়াল মিডিয়া চেষ্টা চালিয়ে যাবেন বলেন আশা ব্যাক্ত করেন ।
আলোচনা সভা শেষে ভিজুয়াল মিডিয়ার সবাই একসাথে রাতের খাবার দাবারের মাধ্যমে এ বৈঠক শেষ হয়।