এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল সিলেট দিগন্ত ডেস্ক: অদ্য ২৯ জুন ২০২১ ইং মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে পাহাড়ি ঢলে বন্যার সৃষ্টি হয়। বন্যার পানির স্রোতে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখস্থ ধলাই নদীর পূর্ব তীরবর্তী ২নং ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চাঁনপুর গ্রামের অধিকাংশ কাঁচা ঘর, পাকা ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। চাঁনপুর গ্রামের পুরাতন মসজিদটি বর্তমানে ঝুলন্ত অবস্থায় আছে।অনেকের কাছে বন্যার সম্পর্কে জানতে চাইলে তারা বলেন চোখের সামনে পঙ্গু মুক্তিযোদ্ধা হাছু মিয়ার বসত ঘর সহ গ্রামের অনেক গুলোঘর কয়েক মিনিটের ভিতরে নদী গর্ভে বিলীন হয়ে যায় । ঘরহারা মানুষের পাশে দাড়ানোর জন্য, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বৃত্তবানদের কাছে অনুরোধ করেন গ্রামবাসি।
অত্র গ্রামের মানুষ নদী ভাঙ্গন রোধে প্রদক্ষেপ গ্রহনে সরকারের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ সহ প্রধান মন্ত্রী মহোদয়ের দৃষ্টি কামনা করেন।