সিলেট দিগন্ত ডটকম জকিগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব পরিবার সহ COVID-19 আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। হাবিবুর রহমান হাবিব এর রোগমুক্তি কামনা করেন সিলেট দিগন্ত ডটকম পরিচালনা পরিষদ।
COVID-19 আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন,, সিলেট দিগন্ত ডটকমের জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান (হাবিব) এর রোগমুক্তি কামনা করেন কাজলশাহ ইউনিয়ন বাসী।
জকিগঞ্জ উপজেলার কাজলশাহ ইউনিয়নের কৃতি সন্তান হাবিবুর রহমান হাবিব সহ পরিবারের তিন সদস্য কোভিড -১৯ আক্রান্ত হয়ছে। মহান রাবুল আল আমিনের কাছে সবার সুস্হতা কামনা করেন হাবিবুর রহমান হাবিব এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন।