ঢাকা,৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

তাহিরপুর সীমান্তে ভারতীয় বিড়ি সহ চুনাপাথর জব্দ

received_1603829086481150.jpeg

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন সীমান্তে দিয়ে ভারতীয় নাসির বিড়ি,জীবন বিড়ি,ও ভারতীয় মদ,স্টীল বডি নৌকা সহ চুনাপাথর জব্দ করেছে,২৮-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৮ জুলাই) লাউরগড় বিওপির নিয়মিত একটি টহল দল।সীমান্ত পিলার ১২০৫ এর নিকট হতে আনুমানিক ৩শত,গজ বাংলাদেশের অভ্যান্তরে।উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোকসেদপুর এলাকা হতে ৭ হাজার,পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে,যার আনুমানিক সিজার মূল্য ১১ হাজার,৯শত টাকা।’

চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০২/৭-এস এর নিকট থেকে ১শত গজ বাংলাদেশের অভ্যান্তরে।উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা থেকে ১ বোতল ভারতীয় মদ সহ ৬হাজার,৫শত পিস জীবন বিড়ি আটক করেছে (বিজিবি) জোয়ানেরা,যার মূল্য ১২ হাজার,৫শত,৫০ টাকা।’

অপরদিকে, বিরেন্দ্রনগর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৪/৩-এস এর নিকট আনুমানিক ১শত,গজ অভ্যান্তরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জংগলবাড়ি এলাকা হতে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ৩শত,ঘনফুট ভারতীয় চুনাপাথর সহ একটি ইঞ্জিন চালিত স্টীল বডি নৌকা আটক করে,যার আনুমানিক মূল্য ৪লক্ষ,৮৮হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো.তসলিম এহসান (পিএসসি) জানান,আটকৃত ভারতীয় বিড়ি,মদ,স্টীল বডি নৌকা,চুনাপাথর জব্দ করার পর সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা রাখার কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top