ঢাকা,২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষে তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল

received_512681226816058.jpeg

মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্বের মানবজাতী’র মুক্তি লক্ষে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ জুলাই শুক্রবার বাদ জুম্মা আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির, হাজী মাসুক মিয়া, বিশিষ্ট মুরব্বি হাজী মনির আলী, মন্তাজ আলী, তবারক আলী, কন্তাজ আলী, রাসাইদ আলী, জয়াইদ আলী, অস্তর আলী, মাহমদ আলী, খায়রুল ইসলাম সেলিম প্রমুখ।
এছাড়াও এলাকার মুরব্বিয়ান, যুব সমাজসহ অসংখ্য মুসল্লীগন উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পুর্বে মিলাদ পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ ফরহাদ আহমদ।
মহামারী করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত ও আক্রান্তদের সুস্থতা, দেশ এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এমাদ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top