তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে তক্ষক চক্রের ৪ সদস্যকে আটক করে জেলা কারাগাড়ে প্রেরণ করেছে তাহিরপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন,তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের মৃত সফি উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৪২) ও তার সহোদর জামাল উদ্দিন (৩৯), টেকেরঘাট বিসিআইসি কলোনীর মৃত সিদ্দিক মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪৪),পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে জয়নাল মিয়া (২৮)।’
জানাগেছে, রবিবার সন্ধায় উপজেলার সীমান্ত এলাকা টেকেরঘাট গ্রামের রফিকুলের বাড়িতে তক্ষক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো.জয়নাল আবেদীন ঘটনাস্থলে গিয়ে জামাল উদ্দিন ও রফিকুল ইসলাম, বাবুল মিয়া ও তার সহোদর জামাল মিয়াকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেন। রাতভর জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে আটককৃতরা তক্ষক ব্যাবসার সাথে জড়িত রয়েছেন।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ (তরফদার) তক্ষক চক্রের ৪জনকে আদালতে প্রেরণের সত্যতা নিশ্চিত করে বলেন,সোমবার দুপুরে আটককৃতদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ)# ১২/০৭/২১ ইং
তাহিরপুর সীমান্তে তক্ষক চক্রের চার সদস্য গ্রেপ্তার
