ঢাকা,৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

করোনায় বাগবাড়ি নূরীয়া জামে মসজিদের ইমাম নজিবী’র ইন্তেকাল

received_248945990092702.jpeg

করোনাক্রান্ত হয়ে সিলেট নগরীর বাগবাড়ি নূরীয়া জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা লুৎফুর রহমান নজিবী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১৭ জুলাই শনিবার বেলা ১২ টা ৪০ মিনিটে নগরীর মাউন্ট এডোরা হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে
তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী ও ৩ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ভাই আব্দুর রহমান পারভেজ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে
মাওলানা লুৎফুর রহমান নজিবী সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৮দিন ধরে তিনি করোনার
সাথে পাঞ্জা লড়ছিলেন। সর্বশেষ শনিবার সকালে তাঁর অবস্থার অবনতি হলে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানেই বেলা ১২টা ৪০ মিনিটে নজিবী মৃত্যুর কাছে হার মানেন।
মরহুমের প্রথম জানাযা তার কর্মস্থল বাগবাড়ি নূরীয় জামে মসজিদ প্রাঙ্গণে হওয়ার কথা থাকলেও সময় স্বল্পতায় তা সম্ভব হয়নি। তাদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বরনী বারহাল গ্রামে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
মাত্র ৪০ বছর বয়সে করোনার কাছে হেরে যাওয়া হাফিজ মাওলানা লুৎফুর রহমান নজিবী প্রায় ৩ বছর ধরে বাগবাড়ি নূরীয়া জামে মসজিদে ইমামতি করছিলেন। এর আগে তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতি করেন। তার পিতা মৃত মাওলানা আজির উদ্দিনও এলাকায় ছিলেন পরিচিত একজন। ৪ ভাই এক বোনের মধ্যে মাওলানা লুৎফুর রহমান নজিবী ছিলেন সবার বড়। ইমামতি ছাড়াও তিনি প্রাথমিক চিকিৎসা বিষয়েও ডিগ্রী অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top