আজ ১৯শে জুলাই বাংলাদেশে এপেক্স প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি বা হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে সারাদেশব্যাপী ক্লাব ও জেলার উদ্যোগে বিভিন্ন সেবাকার্যক্রম ও কেক কাটাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিন ও সন্ধ্যাব্যাপী অনুষ্ঠানমালা পরবর্তী রাত্রি এপেক্স বাংলাদেশের উদ্যোগে ভার্চুয়ালি বা জুম এ্যাপস্ এর মাধ্যমে সরাসরি।
১. দোয়া,আলোচনা,কেককাটা অনুষ্ঠান,
২. ২০২০-২১ বর্ষের ডিরেক্টরি উদ্বোধন
৩. জাতীয় সহ-সভাপতি এপে. ইলিয়াস জসিমের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় বোর্ডের সাথে এপেক্স বাংলাদেশের জেলা-৪ ও জেলা-৯ এর ক্লাব গুলোর ক্লাব বোর্ড (২০২০-২০২১)ও সিনিয়র এপেক্সিয়ানদের নিয়ে অনলাইনে অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিস্টিক-৪ এর সভাপতি এপে:সাহেদুর রহমান সাহেেদ।
জুম আইডি : ৮২৬ ২২৮ ৭৫৪৯, পাস ওয়াড : ২০২১