ঢাকা,২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নায়েক এনামুল ইসলাম ও এ,এস আই (স) মনির এর বিদায়ী সংবর্ধনা

FB_IMG_1626693769230.jpg

সিলেট জেলা পুলিশ অফিসারদের আয়োজনে সিলেট জেলা পুলিশ লাইন্স হল রুমে অনুষ্ঠিত হলো নায়েক এনামুল ইসলাম ও এ,এস আই( স) মনির এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

অদ্য ১৮ জুলাই ২১ইং তারিখে সিলেট জেলা পুলিশ লাইন্সে হল রুমে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এ, এস আই হেলাল আহমেদের পরিচালনায় ও সিলেট জেলা পুলিশ এর আ,আর আই জনাব ফারুক মিয়া সাহেবের সভাপতিত্বে ও বিশেষ অতিথি হিসাবে ছিলেন ইন্সপেক্টর জনাব ফারুক আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন জনাব । নায়েক এনামুল ইসলাম ও এ, এস আই মনির মিয়া এর বিদায়ী উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন নায়েক জসিম উদ্দিন, এ, এস,আই মেজর জনাব
, এস আই ফোর্স জনাব শাহাব উ্দ্দিন, নায়েক এনামুল ইসলাম হেডকোয়ার্টার্রস বদলী উপলক্ষে বিদায়ী সংবর্ধনা
অনুষ্ঠানে তিনি বলেন আমাকে এই রকম ভালবাসা প্রকাশ করায় আমার সহকর্মী ও অফিসারদের, ব্যাচমেইটদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন। অসংখ্য ধন্যবাদ জানান সিলেট জেলা পুলিশ অফিসারদের আয়োজনকে। এই সময় বক্তব্য রাখেন, উপস্হিতি নায়েক,পারভেজ, নায়েক মিজান,নায়েক,পিন্টু মিয়া,নায়েক রায়হান,নায়েক, কয়েছ আহমেদ, এ,এস আই,জাহাঙ্গির, এ এস আই মনির,এস আই,আলমগীর,এ,এস আই,মাসুদ,এ এস আই মামুন,এ এস আই প্রমুখ। এই সময় বিদায়ীদের মধ্যে ক্রেস্ট ও উপহার সামগ্রি বিতরণ করেন আর আই জনাব ফারুক মিয়া সহ অফিসার বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top