ঢাকা,৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের চাকুর আঘাতে আব্দুর রউফ(৩২) নামে এক যুবক নিহত

received_265175355370346.jpeg

সাদিকুর রহমান বিশেষ প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাটগ্রামের আব্দুর রহমানের একমাত্র ছেলে আব্দুর রউফ (৩০) কে খুন করেছে চাচাতো ভাই মানিক আহমদ এর দাড়ালো চাকুর আঘাতে খুন হয়েছে। নিহত আব্দুর রউফ হাটগ্রাম পশ্চিম পাড়ার আব্দুর রহমানের ছেলে।

খবর নিয়ে জানা যায়, বৃহস্পতিবার ১২ টার দিকে আব্দুর রউফ তার ঘরের পিছনে টয়লেট নির্মাণের কাজ করছিলেন। এই জায়গাকে কেন্দ্র করে চাচাতো ভাই হবি রহমানের ছেলে মানিক মিয়া (৩৫) ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করলে ঘটনাস্থলেই ঐ যুবক নিহত হন। এ ছাড়াও ঐ ঘটনায় নিহতের পিতা আব্দুর রহমানও (৭০)আহত হন।
এদিকে ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, এই হত্যার পিছনে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সব ধরণের আইনি সহযোগিতা প্রদান করতে থানা পুলিশ আন্তরিক হয়ে কাজ করবে।

লাশটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ঘটনার পরপরই ঘাতক মানিক সহ জড়িতরা হাওর এলাকা দিয়ে পালিয়ে ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top