সাদিকুর রহমান বিশেষ প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন র হাটগ্রামে গতকাল ২২ জুলাই ২১ বেলা ১২ ঘটিকার সময় জমি সংক্রান্ত জেরে আব্দুর রউফ হত্যার ঘটনা ঘটে।
আজ ২৩ জুলাই শুক্রবার মাগরিবের আগ মুহুর্তে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনের নির্দেশে কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় আব্দুর রউফ হত্যার প্রধান আসামি মানিক আহমদ(৩৫) কে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
উল্লেখ্য, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পরিমল চন্দ দেব হাটগ্রাম এলাকাবাসীকে আশ্বস্ত করেছিলেন ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করার।
কিন্তু ২৪ ঘন্টা পার হওয়ার আগেই কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের কাটালবাড়ি নামক গ্রাম থেকে আব্দুর রউফ হত্যার প্রধান আসামি মানিক আহমদকে গ্রেফতার করা হয়।
আসামিকে গ্রেফতার করায় নিহতের পরিবার ও এলাকাবাসী গোয়াইনঘাট থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।