হাফিজ সালেহ আহমদ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ছাতক উত্তর উপজেলার ঈদ পরবর্তী ঈদ পুর্নমিলনী সম্পন্ন হয়েছে।
করুনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারনে স্হানীয় চরমহল্লা টেটিয়ারচর বাজারে শাখা’র সিনিয়র সহ- সভাপতি মাওঃ শামসুল হক নুরী সাহেব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ কবির আহমদ লতিফি’র পরিচালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করেন মাওঃ আব্দুল হাই সাহেবে।
অনুষ্টানে প্রধান অথিতি’র বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ জেলা’র সাবেক তালামীয সভাপতি এবং ধারণ মাদ্রাসার শিক্ষক মাওঃ আব্দুল মো’মিন সাহেব।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন দ্বিনেরটুক আলীম মাদ্রসার শিক্ষক ও দোয়ারা পুর্ব আল ইসলাহ’র সম্পাদক মাওঃ আবুল লেইস ফারুকি। কেন্দ্রিয় তালামীযের সদস্য মাওঃ আব্দুল কাইয়্যুম সিদ্দকী।
অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন অত্র শাখার সহ- সভাপতি মাওঃ নাজমুল হক নসিব, মাওঃ আবু আইয়্যুব আনসারি, জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গি এর শিক্ষক মাওঃ শানুর মাহদি,চরমহল্লা আল ইসলা’র সভাপতি ক্বারি হেলাল,চরমহল্লা টেটিয়ারচর বাজার আঞ্চলিক শাখার সভাপতি মাওঃ শিহাব উদ্দিন, চরমহল্লা টেটিয়ারচর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ ফয়সল আহমদ হেলালি।
তালামীয ছাতক উত্তর এর অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান মুন্সি, চরমহল্লা ইউ/পি তালামীযের সভাপতি হাফিয তোফায়েল আহমদ।ক্বারি আমানুল্লাহ সহ উপস্হিত ছিলেন বিভিন্ন শাখার আল ইসলাহ ও তালামীয নেতৃবৃন্দ।
পরিশেষে চরমহল্লা হিফযুল কোরান দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম আব্দুল মুক্তাদির হাফিজ সাহেবে’র হুজুরের দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্ত গোষণা করা হয়।