ঢাকা,২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এডভোকেট আবুল হাসানের মৃত্যুতে আইনজীবী নেতৃবৃন্দের শোক

received_512727563130213.jpeg

সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট আবুল হাসান (নোটারী পাবলিক) [আই ডি নং-৩৩২] ৩ (আগস্ট) সন্ধ্যা ৬:৪০ টায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ.টি.এম ফয়েজ উদ্দিন ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, আজ ৩ (আগস্ট) সন্ধ্যা ৬:৪০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

আগামীকাল বুধবার বাদ জোহর মরহুমের জানাজার নামাজ যতরপুর, মৌবন জামে মসজিদ মসজিদ প্রাঙ্গণে অনুষ্টিত হবে এবং পরে হযরত মানিকপীর টিলা কবরস্হানে তার দাফন সম্পন্ন হবে।

এদিকে এডভোকেট আবুল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফ ও সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

এক যৌথ শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top