ঢাকা,২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সালুটিকর-গোয়াইনঘাট রোডে দূর্ভোগ লাঘবে এলাকাবাসীর উদ্যোগে ইট ফেলে সংস্কারের প্রচেষ্টা !! বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ক্ষোভ

IMG-20210804-WA0006.jpg

সালুটিকর-গোয়াইনঘাট রোডে দূর্ভোগ লাঘবে এলাকাবাসীর উদ্যোগে ইট ফেলে সংস্কারের প্রচেষ্টা !! বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ক্ষোভ
————————————————————————————————————————–

আনোয়ার হোসাইনঃ সালুটিকর-গোয়াইনঘাট রোডের বেহাল দশায় সম্প্রতি জনদূর্ভোগ চরম অাকার ধারণ করেছে। খানা খন্দকে রাস্তাটিতে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে বড় বড় গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় জনদূর্ভোগ লাঘবে নিরুপায় হয়ে এলাকাবাসীর উদ্যোগে ৩ অাগষ্ট সালুটিকর -গোয়াইনঘাট রোডের নন্দিরগাও ইউনিয়ন সীমানা পর্যন্ত কিছু ইট ফেলে সংস্কারের প্রচেষ্টা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নন্দিরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান অামিরুল, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম খান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সিলেট জেলা ট্রাক-পিকআপ ও কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের গোয়াইনঘাট পশ্চিম উপকমিটির সভাপতি হাফিজুর রহমান, সিএনজি অটোরিকশা সালুটিকর স্টপিজ কমিটির সভাপতি লাহিন আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য দূর্গেশ সরকার বাপ্পি, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিসবাহ আহমদ, ব্যবসায়ী হাজী ফরিদ আহমদ,যুবলীগ নেতা আলাজুর রহমান প্রমুখ।

এদিকে, সালুটিকর-গোয়াইনঘাট রোডের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, সিলেট – জৈন্তাপুর -তামাবিল বিশ্বরোড করা হয়েছে। একই ভাবে, সিলেট -কোম্পানীগঞ্জ মহাসড়ক করা হয়েছে। কিন্তু গোয়াইনঘাট উপজেলার একটি মাত্র প্রধান সড়ক হচ্ছে সালুটিকর-গোয়াইনঘাট-সারিঘাট সড়ক। দীর্ঘদিন থেকে এটি বেহাল অবস্থায় রয়েছে। মানুষ কে অবর্ননীয় কষ্ট করতে হচ্ছে প্রতিনিয়ত। দেখার যেন এখানে কেউ নেই। অত্র অাসনের সংসদ সদস্য,প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান অাহমেদ এলাকাবাসীর এই দুর্ভোগ কি দেখেন না? উপজেলা পরিষদের কি এ ব্যাপারে কিছু করার নেই? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের কি কিছু বলার ভাষা নেই? তাহলে, উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ! এ কথা কি মিথ্যা?

তারা, অবিলম্বে সালুটিকর-গেয়াইনঘাট-সারিঘাট সড়ক কে তামাবিল-ভোলাগঞ্জ বাইপাস অাঞ্চলিক মহাসড়কে রুপান্তরিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top