বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে’র ২০২১-২০২২ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকল্য মঙ্গলবার (৩ আগষ্ট) লন্ডনের সময় সন্ধ্যা ৮ ঘটিকায় লন্ডনের একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন আহমেদ হোসেন চৌধুরী নাজিম। নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেটস এর জন-নন্দিত মেয়র জন বিগস ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার সাবরিনা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউন্সিলর মতিন উজ্জামান, সাবেক কাউন্সিলর আতাউর রহমান আতা, বড়লেখা ফাউন্ডেশনের সভাপতি শাহীন ইকবাল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমূখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি শামীম উদ্দিন ও সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মুস্তুফা কামাল, কোষাধ্যক্ষ সালাউদ্দীন সুমন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।