ঢাকা,৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

তাহিরপুরে ইউনিয়ন পরিষদে গণটিকাদান কর্মসূচি শুরু

received_424256645572032.jpeg

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর প্রতিনিধি : সারাদেশের ন্যায় (কোভিড-১৯) করোনা ভাইরাস প্রাদূর্ভাব সংক্রমন প্রতিরোধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে একযোগে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (৭আগষ্ট) উপজেলা সাতটি ইউনিয়ন পরিষদে একযোগে সিনোফার্ম গণটিকাদান কর্মসূচি অনুষ্ঠান উদ্বোধন করেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সৈয়দ আবু আহম্মদ শাফী।’

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো.আব্দুল লতিফ তরফদার,সহকারী কমিশনার (ভূমি) মো.আলাউদ্দিন,কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলা,সদর ইউপি চেয়াম্যান মো.বোরহান উদ্দিন প্রমুখ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

শনিবার বিকেলে গণটিকাদান কর্মসূচির খন্ডচিত্র দেখতে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান কবির,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সৈয়দ আবু আহম্মদ শাফী,উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ তরফদার।’

এসময় উপস্থিত ছিলেন,দক্ষিণ বড়দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.আজহার আলী,ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম,ইউপি সচিব মো.লিটন মিয়া,সাংবাদিক রাহাদ হাসান মুন্না,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির জানান,(কোভিড-১৯) প্রতিরোধে উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৪ হাজার,৪শত,৬৫জন, নারী পুরুষকে সিনোফার্ম টিকা প্রধান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top