ঢাকা,৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বাসকইমু ঐক্যপরিষদের রাজশাহী বিভাগের ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত

Polish_20210813_100439419.jpg

বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের রাজশাহী বিভাগের ভার্চ্যুয়াল সভা গতকাল  ১২/০৮/২০২১ ইংরেজি তারিখে রাত সাড়ে নয়টায় রাজশাহী সিটি কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইয়াসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মহাসচিবের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিলেট সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন। আলোচনায় অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় অর্থ সচিব তিতুমীর সরকারি কলেজ জামে মসজিদে ইমাম মাওলানা আব্দুল আলিম, তেজগাঁও বিজ্ঞান কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা গিয়াসউদ্দিন, রাজশাহী সরকারি কলেজ জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জয়পুরহাট সরকারি কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা ইহয়াউল ইসলাম, পাবনা এডওয়ার্ড কলেজ জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ আনোয়ার হোসেন, হাফেজ ছাদিকুর রহমান প্রমুখ।

সভা শেষে কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য , ইমামকুল শিরোমণি আল্লামা আব্দুর রাজ্জাক সাহেবের রোগমুক্তির জন্য সকল মসজিদে বিশেষ দোয়ার আহবান জানান। ভার্চ্যুয়াল সভায় ও তাঁর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top