কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের দাতা সদস্য সাজ্জাদ হোসেন দুদুর পিতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৫.০০ টায় কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সন্ঞ্চালনায় দোয়া প্রার্থনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নুর উদ্দিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি এমএএইচ শাহীন, মানিক মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক লবীব আহমদ, কার্যকরি সদস্য ইমরান আহমদ, সদস্য ফারুক আহমদ, ইয়ামিন আরাফাত।