হাবিবুর রহমান হাবিব জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের নিজগ্রাম গেইটের সামনে একটি মাইক্রবাস (নোহা) লাইনচুত্য হয়ে পাশের খাদের পানিতে ডুবে যায়। স্পটেই দুইজন যাত্রীর মৃত্যু হয় এবং লাশের পরিচয় এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে গাড়িটি জকিগঞ্জের শরীফগঞ্জ এলাকার ।
বারহাল ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউ/পি সদস্য সুমন আহমদ চৌধুরী বলেন,মাইক্রোবাস দুর্ঘটনা হওয়ার পরেই তিনজন ব্যক্তি নিজ উদ্যোগে চিকিৎসার জন্য চলে যান।
এমন সময় আহত ব্যক্তিরা বলেন মাইক্রোবাসে সাতজন মানুষ ছিলেন। দুইজন স্থানে মৃত্যু, তিনজন আহত মোট ৫ জন এব তাদের কথা মতে দুজন ব্যক্তি এখনও পানিতে রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহীনি নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছেন।