ঢাকা,৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জ এর বনভোজন,পালাবদল, ও আর্থিক সাহায্য প্রধান অনুষ্ঠান সম্পন্ন

Polish_20210821_200002302.jpg

এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জ এর উদ্যোগে দিনব্যাপী হাকালুকি হাওর এ বনভোজন, হাওর বিলাস এ পালাবদল অনুষ্ঠান, স্তানিয় কটালপুর বাজারে প্রায় অর্ধ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে এক হাজার টাকা করে সাহায্য প্রধান অনুষ্ঠান, আজ ২১/৮/২০২১ তারিখ ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুস্টিত হয়।ক্লাব সেক্রেটারি আবুল হুসাইন এর সঞ্চালনায় উক্ত প্রগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর আক্তার হুসেইন খান। পালাবদল অনুষ্ঠানে শপথ পাঠ করান জেলা গভর্নর শাহেদুর রহমান।এ ছাড়া ও উপস্তিত ছিলেন,লাইফ মেম্বার সাইফুল করিম হায়াত, পি ডি জি এড.গিয়াসউদ্দিন, বিশ্বনাথ ক্লাব এর পাস্ট প্রেসিডেন্ট এড.জালালুদ্দিন, সিলেট ক্লাব এর পাস্ট প্রেসিডেন্ট বাবুল মিয়া,গ্রীনহিলস ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট আদিল আহমেদ, এড.আব্দুল খালিক সুনামগঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট এড.আকমাল হুসেইন শাহপরান ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মাহবুবুর রহমান এরশাদ, ফেঞ্চুগঞ্জ ক্লাব এর ফাউন্ডার প্রেসিডেন্ট এহতেনান আহমদ খান,ফাউন্ডার সেক্রেটারি দুলাল আহমেদ, পাস্ট প্রেসিডেন্ট হাসান আহমেদ ইঞ্জিঃ কাওসার আহমদ,খায়রুল হাসান,আবু তাহের মুন্না,আনোয়ার হুসেইন,সহ জেলা ৪ এর বিভিন্ন ক্লাব থেকে আগত এপেক্সিয়ান।

 

Leave a Reply

Your email address will not be published.

scroll to top