মোঃ মাহমুদুল হাসান নাইম সিলেট দিগন্ত প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামস উদ্দিন আহমদ আজ বিকাল ৬.০০ ঘটিকার সময় হৃদ রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ-ওয়া-ইন্নাইলাইহি রাজিউন)।
আগামীকাল সকাল ১১.০০ ঘটিকায় ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এতে আপনাদের সকলের দোয়া ও উপস্থিতি কামনা করি।
সামস উদ্দিন আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সিলেট জেলা বারের সাবেক সহ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল। তিনি তার শোক বার্তায় বলেন ‘তার মৃত্যুতে জাতীয়তাবাদী দলের অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকবিহব্বল পরিবার,আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভান্যুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।