সিলেট দিগন্ত প্রতিনিধি
মোঃ মাহমুদুল হাসান নাঈম
এই সময়ের বহুল আলোচিত কিশোর ছড়াকার ও কবি পারভেজ হুসেন তালুকদারের জন্মদিন আজ, তিনি ২০০৫ সালের ২৩ শে আগস্ট সুনামগঞ্জের দিরাই উপজেলার জটিচর গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
অনন্য সাহিত্যকর্মের মাধ্যমে নিজেকে কাব্যের কিশোর হিসেবে পরিচয় দেয়া এই কবিকে হাওর অঞ্চলের সুলতান ছড়াকার ( ০৮ জুন ২০২১, একুশে সংবাদ ডট কম ) বলা হয়। জন্মনাম জান্নাত হোসেন এবং মূলনাম মো. পারভেজ হুসেন তালুকদার হলেও পারভেজ হুসেন তালুকদার নামেই পাঠক মহলে পরিচিত। পিতা: মো. আবুল কাশেম তালুকদার একজন পল্লী চিকিৎসক এবং মাতা: সুলতানা পারভিন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনিই সকলের বড়।
অল্প বয়সেই অনেক ছড়া, কবিতা ও গল্প লিখলেও নিজেকে একজন কবি ও শিশুসাহিত্যিক হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। তার ছড়া – কবিতায় মূলত দেশপ্রেম, প্রকৃতিপ্রেম, উপদেশ, সুস্থ কল্পনা সহ সব উল্লেখযোগ্য বিষয় গুলোই ফুটে উঠে। লেখাপড়ায় প্রাথমিক স্কুল সার্টিফিকেট অর্জন করেন ২০১৬ সালে গচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবং ২০১৯ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্জন করেন গচিয়া শামসুদ্দিন সিকন্দর উচ্চ বিদ্যালয় থেকে। কারিগরি শিক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ডিপ্লোমা ইন বেসিক ট্রেড ( কম্পিউটারে ) অর্জন করেন ২০১৯ সালেই গচিয়া পোস্ট ই সেন্টার থেকে।
কবি নিয়মিতই লিখে চলেছেন বাংলাদেশের সব জনপ্রিয় জাতীয় ও অঞ্চলিক পত্রিকা সহ ম্যাগাজিনগুলোতে।
কবির ছড়াগ্রন্থ মজার পড়া ছন্দ ছড়া ( ই বই ) বইটই আ্যাপ এ পাওয়া যাচ্ছে। তাছাড়াও তিনি যৌথভাবে অনেক কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন।