সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ এডভোকেট এমরান আহমদ চৌধুরী আজ সিলেট আদালত থেকে মহানগর পুলিশের দায়ের কৃত কোতোয়ালি থানায় ও এয়ারপোর্ট থানায় দুটি পৃথক মামলায় মুক্তি পান।
জামিনে মুক্তির কথা নিশ্চিত করেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী।
গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিলেটের গোলাপগঞ্জ পৌরশহর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাওলানা রশিদ আহমদের জানাজা পড়ে ফিরছিলেন বলে জানান দলের নেতাকর্মীরা।
জামিনে মুক্তি পেয়ে এডভোকেট এমরান আহমদ চৌধুরী সিলেট জেলা আইনজীবী বৃন্দ ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।