নিউজ ডেস্ক :: সুস্থ দেহ ও মনের বিকাশে খেলাধুলা আবশ্যক, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প হতে পারে না তবে বর্তমান মোবাইলে গেইম খেলা শুরু হয়েছে তা থেকে বিরত থাকতে হবে। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তেরর বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০ – ২১ এর আওতায় স্বাস্থ্য বিধি মেনে রাজা জিসি হাই স্কুল সিলেটের ছাত্র-ছাত্রীদের মধ্যে সীমিত পরিসরে দাবা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজা জিসি হাই স্কুলের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগরীর সভাপতি মো.আবদুল মুমিত একথা গুলো বলেন।
আজ ২৫ আগষ্ট ২০২১ রাজা জিসি হাই স্কুলের অডিটোরিয়াম হলে দাবা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজা জিসি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হাছিনা মমতাজ, সিনিয়র শিক্ষক মুহাম্মদ মানিক খান প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে সভাপতি ও অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।