তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর সীমান্তে ইয়াবা সহ দুই সহোদরকে আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হলো,উপজেলার বাদাঘাট ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের মৃত হেকমত আলীর ছেলে সঞ্জব আলী (৫০)।অপর সহোদর একই ইউনিয়নের রহমতপুর গ্রামের উসমান আলীর ছেলে রায়হান (২৫)।,
সোমবার (২৯ আগষ্ট) বেলা ৯ টা ৪৫ মিনিটর সময় উপজেলার লাউরগড় বিওপির (৯০২৪) নায়েব সুবেদার মোঃ ইয়াহিয়ার নেতৃত্বে গোপন সংবাদের মাধ্যমে,সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ৬শত গজ বাংলাদেশের অভ্যন্তরে, উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় এলাকা হতে ২৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ১টি ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেল সহ দুই সহোদরকে আটক করা হয়েছে।’আটককৃত মালামালের সিজার মূল্য ১ লক্ষ,১৮ হাজার,৪শত টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে-কর্ণেল মো.তসলিম এহসান এ তথ্য নিশ্চিত করে বলেন,আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাহিরপুর থানায় হস্তান্তর করার কাজ চলমান রয়েছে।
রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:২৯/০৮/২১ ইং