এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের উদ্যোগ সিলেট নগরীর এক অভিজাত হোটেলে ৩০ আগস্ট ২০২১ সোমবার সন্ধ্যায় ক্লাব ডিরেক্টরি বিতরণ ও ডিনার মিটিং অনুষ্ঠিত হয়।
গ্রীণ হিলস ক্লাবের সিনিয়র সহসভাপতি এপে. এ. কে. আজাদ ফাহিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর লাইফ গভর্নর এপে. আক্তার হোসেন খান, জেলা গভর্নর-৪ এপে. মো. শাহেদুর রহমান, সাবেক জেলা গভর্নর-৪ এপে. এড. গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা সেক্রেটারী এপে. নাজমুল হুদা, সিলেট ক্লাবের সাবেক সভাপতি এপে. মো. বাবুল মিয়া, গ্রীণ হিলস ক্লাবের সাবেক সভাপতি এপে. এড. শফিকুল ইসলাম, সেক্রেটারী এপে. এড. আব্দুল্লাহ আল হেলাল, বোর্ড মেম্বার এপে. প্রভাত পাল, এপে. আব্দুল ওয়াহিদ, এপে. আব্দুর রহমান শুভ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা ক্লাব ডিরেক্টরি প্রকাশ ও এপেক্সিয়ানদের কাছে হস্তান্তর করায় এপেক্স বাংলাদেশ ২০২০-২১ বর্ষের জাতীয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।