ঢাকা,২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জকিগঞ্জে সূচনা প্রকল্পের ভিলেজ মডেল ফার্ম মালিকদের রিফ্রেসার্স প্রশিক্ষণ সম্পন্ন

received_262560998866601.jpeg

সাদিকুর রহমানঃ সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাইশ জন ভিলেজ মডেল ফার্ম মালিকদের অংশগ্রহণে সূচনা প্রকল্প এফআইভিডিবি এর আয়োজনে

আজ বুধবার ১ সেপ্টেম্বর বারঠাকুরী ইউনিয়ন পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি গোলাম মাওলার পরিচালনায় এতে প্রশিক্ষণের ফাকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বারঠাকুরী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী।

তিনি তার বক্তব্যে বলেন, পুষ্টির উন্নয়ন করতে হলে শাকসবজি চাষের কোন বিকল্প নেই। শাকসবজি চাষে যেমন পুষ্টির চাহিদা পূরণ হবে তেমনি বাড়তি সবজি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইউনিয়ন কো- অর্ডিনেটর হিফজুর রহমান রবিন, ফিল্ড ফ্যাসিলিটেটর লিপি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top