তানভীর মোর্শেদ ফাহিম :: সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ,বালাগঞ্জ) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব নৌকা মার্কা নিয়ে ৮৯,৭০৫ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব আতিকুর রহমান আতিককে ৬৫,১০১ ভোটের ব্যবধানে হারিয়েছেন।
সিলেট-৩ সংসদীয় আসনের ভোটের ফলাফল–হাবিবুর রহমান হাবিব–নৌকা–বালাগঞ্জ ২৪,২৭৩ ফেঞ্চুগঞ্জ ২২,২২৪ মোগলাবাজার ২০,৭৪৪ দক্ষিণ সুরমা ২২,৪৬৪ সর্বমোট = ৮৯,৭০৫
নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব আতিকুর রহমান আতিক লাঙ্গল বালাগঞ্জ ৩,৩৩৭ ফেঞ্চুগঞ্জ ৪,৫৫৬ মোগলাবাজার ১৩,৫৮৮ দক্ষিণ সুরমা ৩,১২৩ সর্বমোট = ২৪,৬০৪ ভোটের ব্যবধান ৬৫,১০১।