ঢাকা,২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সিলেটের বাইপাস রোডে নিপপন পেইন্টের ডিপো উদ্বোধন

received_379192040535627.jpeg

সিলেটে নিপপন পেইন্টের ডিপো উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা গত ৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট বাইপাস রোডের নগরীর দক্ষিণ সুরমার দাউদপুর মোছারগাঁওস্থ কাওছার গার্ডেনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নিপপন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের এ জি এম সেলস্ এন্ড মার্কেটিং প্রধান রাজেশ সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিপপন পেইন্টের কারখানা প্রধান অরুণ মিত্র, এইচ আর ম্যানেজার খালিদ আহমেদ সিদ্দিকী, ফাইন্যান্স ম্যানেজার সালাহউদ্দিন মাহমুদ, মার্কেটিং ম্যানেজার রবিন মিয়া, সহকারী মার্কেটিং ম্যানেজার তাবরেজ নাজিম, পেইন্ট মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ফাত্তাহ ফারুকী।
সেলস্ ম্যানেজার মানব কুমার সাহা’র সভাপতিত্বে ও সিনিয়র সেলস্ এক্সিকিউটিভ সোহেল আহমেদ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ীগণ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণগতমান ও উন্নত প্রযুক্তিতে নিপপন পেইন্ট গ্রহকদের সেবা প্রদানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভালো গ্রাহক সেবা ও গুণগতমানের জন্য ইতিপূর্বে নিপপন পেইন্ট বহির্বিশ্বে সুপরিচিত লাভ করেছে।
বক্তারা নিপপন পেইন্টের সুনাম ধরে রেখে গ্রহক বৃদ্ধির লক্ষে সকল ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানিয়ে বলেন, বিশ্বমানের সেবা ও ভালো ও উন্নতমানের রং ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে সিলেটে নিপপন ডিপো’র উদ্বোধন করা হয়েছে। বক্তারা আরো বলেন, নিপপন পিন্টের লক্ষ্য শুধু অর্থ উপার্জনের জন্য ব্যবসা নয়, রয়েছে সামাজিক দায়বদ্ধতা। সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ভালো ও উন্নত মানের রং ব্যবহার করা, তাই স্থায়ী ডিপো’র যাত্রা শুরু।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top