ঢাকা,২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিশ্বাস আস্তার অপর নাম”বন্ধু”জানাজার পেছনে শোকস্তব্ধ সুধীর বাবু

received_382393723479820.jpeg

সাহেদ আহমদ : মীর হোসেন সওদাগর ও বাবু সুধীর চন্দ্র দাশ বাল্যবন্ধু। মঙ্গলবার রাতে মৃত্যু ও বুধবার দাফন হয় মীর হোসেন সওদাগরের। বাল্যবন্ধুর মৃত্যুতে শোকাহত সুধীর বাবু জানাজার স্থানে ছুটে এসেছিলেন তিনি। দুই বন্ধু দুই ধর্মের হওয়ায় জানাজায় অংশ নিতে পারেননি তিনি। তবে বন্ধু মীর হোসেন সওদাগরের জানাজার স্থানের পেছনে কাঠের গুঁড়িতে শোকস্তব্ধ হয়ে বসা ছিলেন তিনি।

এমন একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা যায়, ছবিটি কুমিল্লার। চৌদ্দগ্রাম উপজেলার ৭০ বছরের সুধীর বাবুর বাল্যবন্ধু মীর হোসেন সওদাগর বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাতে মারা যান। বুধবার সকালে বাড়ির কাছেই তার জানাজা অনুষ্ঠিত হয়।

উপজেলার গুণবতী বাজারের ব্যবসায়ী ছিলেন দুজনই। মীর হোসেন ও সুধীর দুই ধর্মের হলেও তাদের বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি। বন্ধুর জন্যে বন্ধুর এই অকৃত্রিম আবেগ হৃদয় ছুঁয়েছে অনেকের।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top