দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নের তরুন সমাজকর্মীদের নিয়ে গঠিত “দক্ষিণ সুরমা সমাজকর্মী গ্রুপ” এর উদ্যোগে ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় গতকাল ৯ সেপ্টেম্বর ২০২১ইং, বৃহস্পতিবার বিকেলে সিলাম রিজেন্ট রিসোর্টে পার্কের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা সমাজকর্মী গ্রুপ এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের যুগ্ম সম্পাদক ইসমাঈল আলী বাচ্চু।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নের তরুণ সমাজকর্মীগণ সম্মিলিতভাবে মানবতার কল্যাণে নিবেদিত হয়ে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। বক্তারা বলেন, ‘দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ’ জনকল্যাণমুখী সকল কর্মকান্ডে সমাজকর্মীগণ নিজেদেরকে সম্পৃক্ত করে সোচ্চার হয়ে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবী কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া’র সার্বিক সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নে “দক্ষিণ সুরমা সমাজকর্মী গ্রুপ” সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করবে। জয় হউক মানবতার।