ঢাকা,৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কোছাকের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

received_569013267476030.jpeg

মাহমুদুল হাসান নাঈম
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কোম্ফানীগঞ্জ ছাত্র কণ্ঠের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার টুকের বাজার বারকি শ্রমিক সমিতির অফিসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কোছাক এর সভাপতি ফখরুল ইসলাম নোমান।

কোছাক এর সাধারণ সম্পাদক এহসান মাহবুব জুবায়ের এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি আব্দুলাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ নাঈম হাসান, উপজেলা সমবায় অফিসার মোঃ আজিজুল হক, কোছাক এর নির্বাচক বোর্ডের সদস্য সিরাজুল হক, ফয়সাল মাহমুদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, কোছাক এর কার্যবাহী কমিটির সদস্য মিশু দাস, ফাহিম আহমদ, রাসেল আহমদ, আমিনুল ইসলাম সহ কোছাক সহযোগী নেতৃবৃন্দ।

অতিথিরা কেক কেটে কোছাকের ১১ তম প্রতিষ্ঠা বার্ষীকি উদযাপন করেন। এবং শিশুদের দৌড়, মুরগলরাই, কবিতা আবৃতি, গজল, কেরাত, গান, মেয়েদের চেয়ার খেলা সহ বিভিন্ন প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top