সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নিঃস্বার্থে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যক্রম ইতিমধ্যে সকলের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের উন্নয়নে যে ভূমিকা রাখছেন তার সুফল জনগণ ভোগ করছেন। তিনি প্রধানমন্ত্রীর হাত কে আরো শক্তিশালী করতে আওয়ামীলীগের পাশাপাশি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে একযোগে কাজ করার আহবান জানান।
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নগরীর আম্বরখানাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলী আক্তার উজ জামান বাবুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.টি.এম.এ হাসান জেবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, সদস্য নুরুন নাহার হেনা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের উপদেষ্টা কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু, তথ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক জান্নাত আরা খান পান্না।
উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও সিলেট মহানগর আওয়ামীলীগের ৭নং ওয়ার্ডের সভাপতি মুহিবুর রহমান সাবু, প্রচার সম্পাদক রোটারিয়ান অরুপ রায়, সহ প্রচার সম্পাদক এ্যাডভোকেট আবুল কাশেম, মহিলা বিষয়ক সম্পাদক শামীম আরা জিনু, সদস্য রোটারিয়ান মোঃ আব্দুল বাছিত, ডাঃ রনজিৎ রায়, আরিফ আহমদ, ৩নং ওয়ার্ডের সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. আরিফ আহমদ, ৫নং ওয়ার্ড সভাপতি জাকারিয়া হোসেন জাকির, ১৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান, ২১নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক নাসরিন জাহান উর্মী, ২৪নং ওয়ার্ড সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, ছাত্র ফাউন্ডেশনের সাবেক আহ্বায়ক এস ডি সোমেল, সহ সভাপতি সৈয়দ মাহদি জয় প্রমুখ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের আলোচনা সভা
