ঢাকা,১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হিফুসাকার প্রতিষ্ঠাতা সভাপতি আমির বিন সুলতান এর ২৭তম জন্মদিন উপলক্ষে দুআ ও সংবর্ধনা অনুষ্ঠান

FB_IMG_1633808643112.jpg

হিফুসাকার প্রতিষ্ঠাতা সভাপতি আমির বিন সুলতান এর ২৭তম জন্মদিন উপলক্ষে দুআ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।

হিলফুল ফুযুল সাহিত্য কানন হিফুসাকা গাজীপুর শাখার উদ্যোগে গত ৮ই অক্টোবর রোজ শুক্রবার গাজীপুরস্থ জয়দেবপুর বাগের বাজার,জেনিথ ইসলামি লাইফ ইনসিওরেন্স এর মিলনায়তন হলে, কবি ও সংগঠক হিফুসাকার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আমির বিন সুলতান এর ২৭তম জন্মউৎসব উপলক্ষে দুআ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে ছিলেন আব্দুল খালেক (লিটন) সাংগঠনিক সম্পাদক (হিফুসাকা) সভাপতিত্ব করেন হিফুসাকার উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আলহাজ্ব ডক্টর শরীফ সাকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান (ইমাম) ডি.জি.এম জেনিথ ইসলামি লাইফ ইনসিওরেন্স লিঃ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুস সালাম
এ.জি.এম জেনিথ ইসলামি লাইফ ইনসিওরেন্স লিঃ।
ওয়াহিদ আল হাসান হিফুসাকা ঢাকা বিভাগীয় প্রধান।শান্তা ইসলাম সু’আদ সাধারণ সম্পাদক হিফুসাকা, সহসাধারণ সম্পাদক কবি আব্দুল আজিজ।মোঃজাহিদুল ইসলাম জাহিদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিফুসাকা,এইচ এম জাহিদুল ইসলাম (সুমন)
গাজীপুর জেলা সমন্বয়ক,মোঃ আব্দুর রহিম
ভি.পি জেনিথ ইসলামি লাইফ ইনসিওরেন্স লিঃ,মোঃশামীম মিয়া, কবি ও সংগঠক, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আইয়ুব আলী, এছাড়াও স্থানীয় মান্যগণ্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠান কুরআন তিলেওয়াত এর মধ্য দিয়ে ফুলেল শুভেচ্ছায় অতিথিদের বরণ, কবির জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন হয়, উক্ত অনুষ্ঠানে হিলফুল ফুযুল সাহিত্য কানন হিফুসাকায় সাংগঠনিক অগ্রগতি বিশেষ অবদানে সংবর্ধিত হন চার কেন্দ্রীয় কমিটির সদস্য, জনাব শান্তা ইসলাম সুআদ, আব্দুল খালেক লিটন,আব্দুল আজিজ, ওয়াহিদ আল হাসান। এবং আমির বিন সুলতানকে কেন্দ্রীয় পরিষদের পক্ষথেকে জন্মদিনের শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

অতিথিদের জন্য মধ্যভোজ এর আয়োজন করা হয়,সর্বশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

হিলফুল ফুযুল সাহিত্য কানন (হিফুসাকা) গাজীপুর শাখা এর আয়োজনে সার্বিক সহযোগিতা করেন আব্দুল খালেক (লিটন) সাংগঠনিক সম্পাদক,জাহিদুল ইসলাম জাহিদ (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক),এইচ এম জাহেদুল ইসলাম (সুমন) গাজীপুর জেলা সমন্বয়ক,জাহিদুল ইসলাম (সুমন)

Leave a Reply

Your email address will not be published.

scroll to top