ঢাকা,২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জ উপজেলার ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রার্থীর নাম ঘোষণা

Polish_20211011_032822714.jpg

সিলেট দিগন্ত ডটকম : দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে সিলেট বিভাগের চার জেলায় দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

রবিবার (১০ অক্টোবর) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এসব প্রার্থী চূড়ান্ত করে।

দীর্ঘ যাচাইবাছাই শেষে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত ক্রমে কোম্পানীগঞ্জের ৫ নৌকার মাঝির নাম ঘোষণা করা হয়েছে।

২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নে মোঃ মুল্লুক হোসেন, ৩নং তেলিখাল ইউনিয়নে আলহাজ্ব নুর মিয়া, ৪নং ইছাকলস ইউনিয়নে এখলাছুর রহমান, ৫নং উত্তর রণিখাই ইউনিয়নে ফয়জুর রহমান ও ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নে ইকবাল হোসেন ইমাদ নৌকা প্রতিকে মনোনীত হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে সিলেটসহ দেশের ৮৪৮টি ইউপিতে হবে ভোটগ্রহণ। গত ২৯ সেপ্টেম্বর (বুধবার) নির্বাচন কমিশনের কমিশন বৈঠক শেষে সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।

৮৪৮টি ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে বলেও ইসি সচিব জানান।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top